মৃত্যুর ভয়
সাইয়িদ রফিকুল হক

মৃত্যুর ভয়ে কাঁদে নাকো তোমার পাষাণ মন,
এখনও যে দুই হাতে তাই কুড়াচ্ছো সব ধন!
মরণের ভাঁজ দেখছি নাকো তোমার কপালে,
ধন-ভাণ্ডারে মৃত্যু রুখতে পারেনি যে গোপালে!

মৃত্যুর ভয়টা তোদের মনে আসবে কবে পাগল?
দুনিয়ালোভে যা-তা খাচ্ছিস তোরা তো সব ছাগল!
মানুষ হতে একটু ইচ্ছা জাগে না কি তোদের মনে?
আর কতকাল ডুবে থাকবি হারাম-পথের ধনে?

চেয়ে দেখরে বেভুল-কানা কত মানুষ আজ কবরে,
লাভ নাই তাদের ধনে-মানে আর দুনিয়ার খবরে।
মৃত্যুর ভয়ে ফিরে আয়রে পাপের পথটা ছেড়ে,
একদিন হঠাৎ আজরাইল তোর সবই নিবে কেড়ে!


সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৮