দোজখের আগুন
সাইয়িদ রফিকুল হক
দোজখ থেকে আসলো গরম
আগুন হাতে করে,
এবার বুঝি মানুষগুলো
যাবেই যাবে মরে!
গরম তো নয় জাহান্মামের
হলকা যেন ছোটে,
এই গরমে মনের ভিতর
গোলাপ কি আর ফোটে?
গরিব মানুষ পায় না এসি
ফুটছে আগুন-তাপে,
শাস্তি এমন পাচ্ছে তারা
কার যে কঠিন পাপে!
দোজখ থেকে আসলো আগুন
পুড়ছে মানুষজন,
শাস্তি তারা পাচ্ছে বেশি
যারা গরিব-নির্ধন!
ধনীরা সব এসি ছেড়ে
হাসছে কত সুখে,
আগুন-ছ্যাঁকায় ভাষা নাই যে
আমজনতার মুখে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৭/২০১৮