বুড়ো শিয়ালগুলো
সাইয়িদ রফিকুল হক

বুদ্ধিনাশের মগজখানায়
লাগছে ভীষণ চোট,
তাইতো দেখি
বুড়ো-বুড়ো শিয়ালগুলো
বাঁধছে এখন জোট!
দাঁত যে নড়ে বয়স-ভারে
শিকার ধরতে কষ্ট,
তাইতে এখন বুড়ো শিয়াল
করছে স্বভাব নষ্ট।
শিয়ালগুলো লোভে পড়ে
হায়না-সাথে যাচ্ছে এখন মিশে,
ভোগবিলাসের রজ্জু ধরে
পাবে এবার দিশে?

বুদ্ধিনাশের মগজখানায়
নাই যে প্রেমের ফাগুন,
তাইতো দেখি স্বার্থনেশায়
জ্বলছে লোভের আগুন।
বুড়ো-বুড়ো শিয়ালগুলো
উর্ধ্বশ্বাসে ছুটছে কোনোমতে,
ওরা এখন মিলেমিশে
চাইছে বনের রাজা হতে।
বাঘের বনে ঘোগের বাসা
মরছে জাতি লজ্জায়,
এবার সবাই রুখে দাঁড়াও
থাকবে বসে শয্যায়?


সাইয়িদ রফিকুল হক
২২/০৯/২০১৮