বুকটা ফাটে দুঃখে
সাইয়িদ রফিকুল হক

বুকটা ফাটে দুঃখে আমার
ছাগল নাকি বিদ্বান!
তোমরা বলো সভ্য জাতির
থাকবে এবার মান?
বনের ভিতর ছিল ছাগল
আসলো সাধুর বেশে,
ছাগল নাকি বুদ্ধিজীবী
শুনছি আমার দেশে।

বুকটা ফাটে দুঃখে আমার
মানুষ নাইরে পাশে,
তাইতে ছাগল লম্ফ দিয়ে
শূন্যে যেন ভাসে!
মানুষগুলো স্বার্থপর যে
তাইতে ছাগল হাসে,
মানুষগুলো মানুষ হলে
ছাগল কি আর কাশে?
মানুষ এবার ঘুরে দাঁড়াও
রুখতে হবে ছাগল,
এই দেশেতে রাখবো নারে
মাথাখারাপ পাগল।


সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০১৮