আত্মবোধন
সাইয়িদ রফিকুল হক
ভাঙ্গিস নারে নিয়ম-কানুন
করিস নারে ভুল,
খানিক পরে বুঝবি যখন
ছিঁড়বি মাথার চুল!
পরের খেয়ে দেশের ক্ষতি
করিস নারে তোরা,
লোভ দেখাতে ছুটবে কত
এমন পাগলা-ঘোড়া!
মনের মধ্যে পাপ রেখেছিস
পাপ যে বড় আগুন,
অন্ধকারে ঢিল ছুঁড়ে তুই
দেখবি নাতো ফাগুন!
কার খেয়ালে কার ইশারায়
ছুটলি লোভের পথে?
বেহেশতোটা মিলবে নাতো
জাহান্নামের রথে!
সোনার দেশের উন্নয়নে
হওরে সবাই শামিল,
দেশের স্বার্থে রাজহুকুমটা
করতে হবে তামিল।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৮/২০১৮