একটি মুখের বাণী
সাইয়িদ রফিকুল হক
একটি মুখের অগ্নিঝরা স্বাধীনতার বাণী
ইতিহাসের ঝড় তোলা সেই বিজয়কাহিনী।
সিংহপুরুষ গর্জে ওঠায় ক্ষিপ্ত হলো শিয়াল,
একটি মুখের বজ্রকণ্ঠ ভাঙলো পাপের দেয়াল।
মানবতার মহান সাধক দেশজনতার বন্ধু,
নিজের জীবন তুচ্ছ করে দেশকে ভাবেন শুধু!
ভালোবাসার সাগর হয়ে আজও তিনি বহমান,
সব বাঙালির বন্ধু তিনি শেখ মুজিবুর রহমান।
একটি মুখের একটি ভাষণ বিশ্ব দিলো কাঁপায়,
একাত্তরে বীর-বাঙালি পড়লো যুদ্ধে ঝাঁপায়।
জেলখানাকে নিজের বাড়ি বানিয়েছেন যিনি,
ইতিহাসের বঙ্গবন্ধু জাতির জনক তিনি।
একটি মুখের একটি বাণী এনে দিলো স্বাধীনতা,
বজ্রকণ্ঠের হুংকারে তাই মুক্তি পেল মানবতা।
শেখ মুজিবের ভালোবাসায় উঠলো জেগে জাতি,
তাঁরই ডাকে মুক্তিযুদ্ধে আনলো বিজয়ভাতি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৩/২০১৯