ভালোবাসি দেশকে আমার সত্যি
বুঝাবার জন্য নেই কোন ভাষা
দেখাবার মতো নেই চোখ
শুধু করা যায় অনুভব
যেমন করা যায় বাতাসকে।
ইচ্ছেতো করে দেশের যত নদী
তাদের স্রোতে যত জল বয়ে-
নিয়ে যায় সাগরে প্রতিক্ষণ
ভালোবাসি জলাধিক তত
আমার ভুমিকে
আমার মাতৃভুমিকে।
অপার দান
যা আমায় করেছে মহান
এই দেশ
আর এর পবিত্র ভালোবাসা
যদি পারি দিতে শোধ কভু
উৎস্বর্গ করে জীবন তব
দয়াময়ের সনে এই আশা।