কি এক রোগ হলো
গেলাম কবিরাজে
বল্লেন তিনি গোঁফ পাঁকিয়ে
-'রোগ টা ভালোনা খুবই বাজে'
-' উপায় বলুন, সারবে কি?'
সুধায় আমি ,
-'ওষুধ খেলেই সেরে যাবেন
তবে ওষুধটা খুব দামি '
দাম শুনে তো ভড়কে গেলাম
রোগের থেকেও রাগী
এক্ষণে শুধু চিন্তা মাথায়
কি করে ভাগি ।
বঙ্গকু বলে কিহে ভায়া
পোহালে কি দুর্ভোগ
কোবরাজে-ফোবরাজে সারবেনাকো রোগ।
পরামর্শ দেই, বলি শোনো
যদু ডাক্তারে যাও
তার থেকে ওষুধ এনে তাড়াতাড়ি খাও।
যদু ডাক্তার এলোপ্যাথিক এমবিবিএস পাশ
তার কাছে গেলেই হলো, পকেট সর্বনাশ।
নাড়ি টিপলেন, চোখ দেখলেন
ঘন ঘন মাথা নাড়লেন
'হয়েছে কিছু?'
'যক্খাও নাই, ওক্কাও নাই'
'তাহলে?'
'ভয়ানক ভাইরাস নিয়েছে পিছু'
রোগের কথা শুনে আমি
ধপাস করে পড়ি,
'ভয় পাবেননা, সেরে যাবেন,
লাগবে বহুত কড়ি ।'
টাকা কড়ি যাওয়ার ভয়েই
হয়েছি আজ রোগী
হবে যদি খরচা বহুত
রোগে কেন ভুগী ?