তবো মেঘে ছেয়ে যায় হঠাৎ করে এ আকাশ,
রোদ্রের আলো মুছে ফেলে কালো এক আভাস।
বাতাস এসে কাঁপন তোলে শুকনো পাতা বুকে,
বজ্রধ্বনি জানিয়ে দেয়—ঝড় আসবে সুখে।

ধুলোর নাচন, দিগন্ত জুড়ে আঁধার কালো রঙ,
শিশির-ভেজা মাটির গন্ধে জাগে পুরনো ঢঙ।
বজ্রের তালে বাজে যেন হারিয়ে যাওয়া গান,
বৃষ্টির ছোঁয়ায় ধুয়ে যায় বিষাদ-বিহ্বল প্রাণ।

তবুও আশার রঙ মাখিয়ে সূর্য উঠবে আবার,
ঝলমলে সেই আকাশ হবে আগের মতো পরিষ্কার।
তবো মেঘের ফাঁক গলে আসবে রোদের হাসি,
নতুন আশার কিরণ ছড়াবে দিগন্তেরই পাশে।