গহীন সে ভাবনাগুলো ছুয়ে যান মন,
অপেক্ষার দীর্ঘ প্রহরে নিদারুণ রক্তক্ষরণ
অশ্রুসিক্ত চোখে ভাবনার অতুল আহাজারি
স্মৃতির মেঘমালা বুকটাকে করে তোলে ভারী।

অভিলাষ যেনো ডানাভাঙা পাখির উড়ার আর্তনাদ
এপাড়ে ঘন আধার, ওপারে অনিশ্চয়তার বাঁধ
মায়াজালে জড়ানো চিরচেনা প্রতিচ্ছবি তার
বিষাদের সুরে ছায়া মুখ অমর
উৎকণ্ঠা,ভয়,হতাশাও কিছুটা হয়
আস্থা, নির্ভরতা স্বপ্ন তবু অমলিন রয়।

শান্ত দেহের মাঝে অশান্ত ঝড়তুফান শেষ হবে অবশেষে
থেমে যাবে হানাহানি, আসবে প্রভাতের ধ্বনি চিরায়ত নিয়মে
হয়তো দেখবো স্বপ্ন বাস্তবে, নয়তো কাফনের কাপরে জড়িয়ে।।