কাঠাল আর আমে ঘেরা
বরাইতে ভরপুর,
এইটা হলো গাজিপুর।

উঁচুনিচু সমভূমি, সবুজ শ্যামল প্রকৃতি
পাখির ডাকে ভোর হয়
সন্ধা নামে শিয়াল ডাকে
ভয়ে ভয়ে শরীর কাঁপে
এই যেনো অরণ্যে সুখ।

পেয়ারা আর আকাশমণি
বাঁশবনে চাঁদের হাসি লাগে যে সুন্দর,
দিঘীর জলে শান্ত পানি কিযে চমৎকার
ঘুঘু ডাকে দুপুর বেলা,
ঝোপঝাড়ে জোনাকিপোকা
তালগাছগুলো দাড়িয়ে আছে কি মনোরকম
যত দেখি লাগে অপরূপ।

পথগুলো আঁকাবাঁকা,
স্বপ্নগুলো রঙচটা
মানুষগুলো সাদাসিধা
এক সাথে রয়
ওদের দেখলে মনে হয়
ভালোবাসার সীমা নেই।

গাজিপুরের আকাশ বাতাস
অক্সিজেনে ভরা
খেলাধুলা আড্ডা,
জমে সর্বদা।
বাসনা জাগে মনে,
সারাটি জীবন থাকি এখানে।
--------
১১ জানুয়ারি ২০২০
পোড়া বাড়ি
গাজিপুর।