-
সড়কের ধারে,লঞ্চঘাটে,
দেখা মিলে ওদের ছেঁড়া জামা গায়ে
টাকার জন্য ওরা হাত পেতে থাকে,
মাঝেমাঝে এক বেলা খাবার তাও জুটেনা মুখে।
লিখাপড়া নিয়ে যখন থাকে অন্যরা ব্যস্ত
পথ শিশুরা তখন খুঁজে বেড়ায় অন্ন
ওদের জন্য কারো হয়না একটু মায়া
বুঝিয়ে দেয়না অধিকার,ওদের ও আছে স্বাধীনতা।
লাঞ্ছনা আর অবহেলা এই ওদের জীবন,
অশ্রু ভেজা চোখ থাকে টলমল
ওদের নেই শক্তি, প্রতিবাদী গর্জন
অত্যাচারীরা চুষে ওদের নিত্য শ্রম।
বিবেগ আমাদের ঘুমিয়ে থাকে,
শারীরিক নির্যাতন দেয় ওদের রোগা শরীরে
কেউ করিনা একটু প্রতিবাদ,
জানতে চেষ্টা করিনা ওদের ও আছে মন।
এভাবে চলবে আর কত দিন,
পথ শিশুদের হবেনা কি বাসস্থান
জুটবে না কি তিন বেলা খাবার খুদার্ত মুখে
লিখা পড়া শিখতে যাবে না কি স্কুলে।