আমি নিতান্ত সাধারণ একটা ছেলে,
খুব অল্পতেই আমি ভীষণ খুশি
বড় কিছু করিনা প্রত্যাশা,
কখনো সাধারণ বলে লাগেনা যন্ত্রণা ।
আমি যা কিছু চাই ,
খুব অল্পই কেবল পাই
মাঝে মাঝে কালো মেঘে নিজেকে ভাসাই
ঐ দূরে মায়ায় যতবার নিজেকে জড়িয়েছি ,
ততবার কেবল অবহেলায় নিজেকে রাঙিয়েছি
দু:খ ,সুখ এতো জীবনেরই সঙ্গী,
থাকবে অনন্তকাল
যতকাল থাকবে এই দেহে প্রাণ।
যতবার আমি চেয়েছি একটু ভালোবাসা,
পেয়েছি আমি শুধুই অবহেলা
অভিমান খুব আমারও হয় ,
মনের শূন্য জমিনে একাকিত্ব ছোঁয়া দেয়।
গোলাপের সৌন্দর্যে আছে এক মায়া,
দূর থেকেই সুন্দর ,পুলকিত হয় মন
তবু কাছে যাওয়া অভিপ্রায় তো জাগে,
স্পর্শে কাটার আঘাতে শরীরে রক্ত ঝরে।
দেহের ব্যাথা মনের ব্যাথা কভু এক নয়
দেহের ব্যাথা যতটা কষ্ট দেয়,
মনের আঘাত তারচে বেশি নিরবে যন্ত্রণার রঙে ভাসায়।
ছলছল চোখে তাকিয়ে অপলক দৃষ্টিতে,
কোথায় যেনো হারিয়ে যাই অভিমানের তরীতে
রূপকল্পনা,মনো ভাবনা
সময়ের প্রহরী হয়ে আসে আমার নিবিড়ে
কারো ডাকে ঘোর কাটেনা,
ভীষণœতা আমায় ছাড়েনা
অভিমান তবু তার ভাঙ্গেনা।