নিদারুণ, অনুকাব্যে জীবনের উচ্ছাস,
ডায়েরীর পাতায় মেঘ জমে,
নয়ন দিয়ে ঝরে অশ্রুজল।
কবিতায় আজ ছন্দ নেই,শব্দের নেই কোন মিল
কবিতার ধ্বনি তবু বাজে মনের নীড়ে,
সেই তোমার কণ্ঠের প্রেম জুড়ে।
আজও পুষ্প ফুটে তোমার তৈরি অরণ্যে,
কিছু ফুল অধরা ঝরে যায়,
কিছু ফুল আবার কলিতেই নষ্ট হয়
বিবাগী মনের নীল গর্ভে।
ধোয়া ধোয়া, কুয়াশা নূতন ভাবনায়,
অতিতের বিরহে জীবন ক্ষতবিক্ষত হয়।
কি ছিলো অপরাধ, কেনো গেলে হারিয়ে
আমায় ভুলে রয়েছ কি তুমি অনেক সুখে?
দিগন্ত পেরিয়ে ভোরের পাখি ফিরে নীড়ে,
তোমার অপেক্ষায় মন শুধু কাঁদে..বারে বারে
জানি আসবে না কোনো দিন,
মন যেনো মানেনা চিরন্তন এই বাস্তবতা
অপেক্ষার পর্ব তবো শেষ হয়না।
----------------------
০৯-০৫-২০১৯
বরিশাল।