যদি নির্বাসন দাও ওগো মোরে
-আমি যাবো তবো মরে।
আমার চোখে তোমার জন্য মায়া
-হঠাৎ হঠাৎ তুমি বিহীনে ঝরে অশ্রুকণা।
নীলের রঙে রাঙা আকাশে মেঘ উড়ে আসে,
অন্ধকারে চারিদিক ঘনীভূত হয়ে বৃষ্টি তবো নামে।
বিষাদের বেদনা সহ্য করার নেই মোর ক্ষমতা,
যদি নির্বাসন দাও বিষ পান করবো,
-মরে যাব, হয়ে যাব শেষ।
তোমার ঠোটের স্পন্দন,
রোজ রাতের আলিঙ্গন
ভালোবাসার বিছানায় অঙ্গের মিলন
ভুলবো কেমোনে বলো?
তুমি ছাড়া অথৈয় জলে
-ঝাঁপ দিবো মরে যাবো।
স্মৃতির পটে অংকিত সোনালী অতিত,
আমি ভুলে যাব স্মৃতি এতোই দুর্বল
শৈশবসঙ্গী তুমি প্রেয়সী,
একাকিত্বের মাঝে ছিলে দিশারী
মরুর মাঝে বাচার জন্য অক্সিজেন
বুঝবে না আমার জীবনে তোমার কতটা প্রয়োজন।
তোমার চুলের গন্ধে শরীরের শিহরিত স্পর্শ,
কাজল কালো চোখে মায়ার ইশারা,
বর্ষার দিনের ভেজা ভেজা উষ্ণতা,
শরীরের স্পন্দন থেকে যদি দাও নির্বাসন
-মরে যাব, করবো আত্মহনন।