নিবেদিত মন
-সৈয়দ রাকিব
নিবেদিত মন করে যায় নিবেদন
স্বপ্ন ভেলায় সে হারিয়ে যায় অনুক্ষণ
স্বপ্নীল চিঠি তবু আসেনা মনের পড়ায়
দোলেনা মন প্রবল হাওয়ায়।
দিক বেদিকে ফুটে কত ফুল ,
অসময়ে ঝরে যায় কিছু বকুল
কিছু সন্ধা নামে জোসনা নিয়ে,
কিছু প্রহর নিরবে কাটে ,
স্মৃতিকে আকড়ে ধরে।
নিভৃতে গহীনে কত লুকোচুরি,
খেয়ালী মনে ভাসে তার প্রতিচ্ছবি
কত বসন্ত গত হলো,
কতযে বর্ষা ফিরে এলো
খুঁজতে ভালোবাসার নীড়
অবহেলা তবু আড়াল করে
দেখা দিলে না আর।
কতশত প্রজাপতি উড়ে আমার অরণ্যে
বাসা বাধেঁ তারা ফুলকে ভালোবেসে
ভুলে যায়না তারা তবু অভিমানে
অনন্তকাল ধরে থেকে যায় বনে।