হারিয়ে যাই বহুদূরে যেখানে স্বপ্ন রা দুহাত মেলে,
আমি দিগন্ত পাড়ি দিয়ে চলে যাবো অনত্র
যেখানে তোমার মায়া আমাকে স্পর্শ করবেনা অভিমানী রূপে
সেইতো গল্পের প্রয়োজনে, দুজন একই বৃত্তে জড়ানো,
বাস্তবতা ভুলে নূতন পথে পা বাড়ানো,
জীবনের দিনগুলো বড় বেশি বর্ণিল,
কিছুটা আবেগ ছোঁয়া উষ্ণতার হিমেল পরশ।

তুমি অনুরাধা, চিনতাম না কভু,
হঠাৎ পথের বাঁকে দেখা, অল্পকিছু কথা,
সময়ের নিয়মে বন্দী তুমি সেই আমারই প্রেমে প্রেয়সী।
কতগুলো দিন কেটে গেলো এক সাথে,
ভালোবাসার মিষ্টি সুভাষে
কখনো ছুঁতে পারেনি বিরহের নীল কষ্টমালা।

রাতের আকাশের নিচে,মিটিমিটি করে জ্বলা ধ্রুবতারার আলোতে
নির্ঘুমে কাটিয়ে দিয়েছি কত রাত,
কত ইচ্ছের মৃত্যু হয়েছে এই বুকে
তোমার অভিপ্রায়টুকু ভাষা দিতে
আবেগী মনে, বুঝোনি কোনোদিন।

ঝরঝর বৃষ্টির দিনে, বাসনা আমার উজার করে,
কবিতা লিখেছি কত তোমার ছন্দ জুড়ে
শব্দমালার মাঝে অপরিপূর্ণতা রাখিনি,
বিষাদের নীলে হারাতে দেওনি চাওয়ার মূল্য
তবু চলে গেলে দূরে, বহুদূরে
আচ্ছা,
অভিমানে কি অশ্রু ঝরে?
নির্জনতা ছুঁয়ে যায় মনের একাকিত্বকে
আজ কিছুই জানিনা।

অনেক দিন পরে তোমার প্রিয় খোলা আকাশের নিচে,
তারা নেই আজ আকাশের কোথাও,
মেঘাচ্ছন্ন, যতদূর চোখ যায় হারিয়ে।
হয়তো বৃষ্টি হবে একটু পড়ে,
ধুয়ে যাবে নয়নের অশ্রুজল,
যতটুকু পড়েছে তোমায় ভেবে।