নদী ছুটে যায় সাগর মাঝে,
ভালোবাসার টানে
বৃষ্টি হারায় মাটির পানে,
চুম্বনে জড়াতে।
আমি ছুঁটি তোমার তরে,
তুমি চলো কোথায়?
তোমায় ছাড়া দিনগুলো,
কিভাবে বলো কাটাই।
পাহাড়ের সবুজের চূড়ায়, জমছে আকুতি
তোমার শূন্যতা ঝর্ণায় নদী বইছে।
কোথায়,কোন সুদূরে, গেলে হারিয়ে,
মনে কি পড়েনা রাকিব নামের ছেলেটিকে।
বেশতো ছিলো তখন, পাশাপাশি ছিলে যখন
সাজতে খুব,তাকাতে বাঁকা চোখে
আমি তাকালে অমনি পড়ে,
মুখ লুকাতে লাজুক নজরে।
অনুভূতি ধোঁয়াটে আজ, তুমি নেই বলে
বলোনা মায়াজালে জড়িয়ে লুকালে কোন দূরে।