চলে যাবে যাও,
আবার আসিও ফিরে
যদি মনে পড়ে ওগো তোমার মোরে।
মায়ার সূতোয় টান পড়ে যায়না কভু ছিড়ে,
অভিমানে অশ্রু ঝরে, দিন রাত জুড়ে
বসন্তে ঐ ফুলের গন্ধে তুমি রবে মোর শিহরণে,
বর্ষার দিনে বৃষ্টির পরশে তুমি থাকবে স্পর্শ সমীরণে।

চলে যাবে যাও,
বলোনা ভুলে যেতে
তোমায় ভুলে থাকবো আমি কি নিয়ে?
চোখে আজ জল, করে টলমটল
হৃদয়ের মেঘে গর্জন করে অভিরাম।

স্বপ্ন চূড়ায় ছিলো কত স্বপ্নের আনাগোনা,
দিন শেষে আজ স্বপ্নগুলো যেনো মরীচিকা।
ঘন কুয়াশায় চারিদিক হয়না দৃষ্টিগোচর,
তুমি বিহীনে আজ যেনো নেই কোনো ভাবনা মোর।

চলে যাবে যাও তুমি,
দিবোনা বাঁধা
যদি কভু মনে হয় দিয়েছি ব্যাথা
মনে করে সোনালী দিন,
খুঁজো ভালো থাকা।
দেখবে বিষাদের ছায়ায় অভিমান উড়ে যাবে,
নদীর বাঁকে নদী হারাবে
আকাশ মিশে যাবে মাটির টানে
আবারো মাটিকে ভালোবেসে।

মনের উচ্ছাসে বর্ণমালায় সাজিয়েছিলে যে ছন্দ,
কবিতা হয়ে আজ তাঁরা মন কে করে দেয় বিষণ্ন।
নির্বাক চোখ দুটি বুঝেনা বাস্তবতা,
তোমার চোখেই দেখে তাঁর মায়ার নির্জনতা।

চলে যাবে প্রিয় তুমি যাও,
রাতের নিরবতায় যদি একা লাগে,
মনে মনে হৃদয় যদি খুঁজে মোরে
পাখির ডানায় ইচ্ছে লিখো,
চেনা সেই মনের ঠিকানায়।
-----------------------------------
৩০ শে মে ২০১৯
নলছিটি, ঝালকাঠি।