গ্রীষ্মের তাপাদহনের মাঝে ,
রুপালি ঝর্ণা আকাশে
জমেছে গভীর কালো মেঘ,
আলো ঝাপসা চারিদিকে,
ঘামে ভেজা ক্লান্ত শরীরে,
দোলা দেয় মৃদু গহীন ছোঁয়া,
বাতাসে ভেসে বেড়ায় সুগন্ধির মুগ্ধতা
অদূরে হয়তো বিরামহীন নেমেছে বারিষা।
টাপুরটুপুর শব্দে মন যে আত্মহারা
ঝমঝম করে পড়ছে দেখো বৃষ্টির ধারা,
মাটিতে ঝরে পড়ছে রুপালি ফোঁটা,
ধরিত্রীতে নেমে এসেছে শান্তির বার্তা।
পাতায় পাতায় জমছে জলের ফোঁটা,
ফুলের কোলে যৌবনের পরিপূর্ণতা
নদীতে বেড়ে ওঠে ঢেউয়ের তরঙ্গ,
মাঠ-ঘাট,উঠানে শ্রাবণীর ছোঁয়া
বৃষ্টির পরশে ধুয়ে যায় মনের জমা ময়লা,
নতুন স্বপ্নে জেগে উঠে প্রকৃতি
স্বগতম জানায় দিয়ে বিষাদের বিরতি।