আজ অনেক দিন পরে সেইতো পিছুটান আমাকে করছে গ্রাস,
ভুলেই গেছিলাম না পাওয়ার বেদনা, যন্ত্রণার হাহাকার।
ভুলে গেছো নিশ্চই তুমিও আমাকে,
হয়তো আমিও গেছি ভুলে দিবালোকে।
দিনগুলো যেমন তেমন,
রাতগুলো বড় স্বার্থপর,
স্মৃতির বিরহে মনকে করে দেয় অচেতন
তবো আমি আজ ভীষণ গোছানো,
পরিতৃপ্ত কর্মজীবী মানুষ
কর্মব্যস্ততা আমার পেশা,
আজ হয়না ভাবনার সময় খেয়ালী অনুভবে,
দুচোখ দিয়ে ঝরেনা অশ্রুবিন্দু
কোনো বিষাদী পাবনে।
বিশ্বাস করো কখনো কারো মাঝে তোমাকে খুঁজতে চাইনি,
আজো তাই একা।
কখনো চিন্তাও করিনি নূতন কোনো স্বপ্নের,
কিংবা মায়ার শিতল পরশে একটু ভেজার।
তবো ভালোই ছিলাম ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে,
বলেছিলে, অন্যকাউকে ভালোবাসো
মুক্তি চাও তুমি।
তিলে তিলে গড়া মনে ভালোলাগার পর্বত,
মুক্তি চাও প্লাবনে ভেঙে বিলীন।
তারপরে কখনো তোমায় খুঁজিনি,
ইচ্ছের আকুতি পেরিয়ে জানতে চাইনি, কেমন আছ তুমি?
২০ পেরিয়ে বয়সটা এখন ২১শে,
যৌবনের তাড়না প্রতিটা যুবককে যখন টানে
আমার মাঝে কোনো পরিবর্তন নেই
কোনো সুন্দর্য আমাকে টানেনা,
কারো চোখে দুবার তাকাতেও আজ বাসনা জাগেনা।
সেই প্রিয় মুখ, মায়াময়ী চোখ
কল্পনার নিবিড়ে এখনো দেখতে পাই,
মুখ থেকে বলি দিয়েছি তোমাকে নির্বাসন,
মন বলে জীবনে শুধুই তোমাকে প্রয়োজন।
সবকিছু জীবনে অফুরন্ত,
ভালো লাগা যেনো তবো ঘুমন্ত
খুঁজে ফিরে সেই তুমিটাকে,
এভাবে খুঁজে যাবে অনন্তকাল ধরে,
হয়তো ফিরাবে না,মুখ থেকেও বলবো না,
সারাটি জীবন থেকে যাবে সেই তোমার অপূর্ণা।
-----------+-------------
মমতা ক্লিনিক, বরিশাল
২৯শে এপ্রিল ২০১৯।