আসলেই বড় হয়ে গেছি,
বাস্তবতার কঠিন পথে হাঁটতে শিখেছি।
আবেগের রঙ মলিন হয়ে গেছে,
স্বপ্নগুলো আজ বাস্তবতার গণ্ডিতে বাঁধা।

একাকিত্বে সুখ খুঁজে ফিরি,
নিঃশব্দে ভাঙা শব্দগুলো জোড়া লাগাই।
ভীষণ অভিমান জমে আছে বুকে,
তবুও হাসি মুখে ভান করি সুখের।

কেউ বুঝে না, কেউ বোঝার চেষ্টাও করে না,
আমার অন্তরে জমে থাকা নিঃসঙ্গতার কথা।
তবু পথ চলি নিরন্তর,
বাস্তবতার হাত ধরে, মনের দরজায় তালা মেরে।

জীবন মানে তো এমনই,
একটুখানি আশা, অল্প বিস্তর ব্যথা,
আর সীমাহীন প্রতীক্ষা
একটু শান্তি খোঁজার।


২২-১২-২৪
হাতিরঝিল