অবনী তুমি এই দেহের জাগতিক ঠিকানা
অবনী তুমি জনম থেকে সমাপ্তি আমার সীমানা
অবনী তুমি নিদারুণ , তবো মাঝেমাঝে খুবই নিষ্ঠুর
তোমার মাঝে আছে সমগ্র জীবনেরই নির্ভরতা
স্বার্থপরতা,বর্বরতা অহেতুক ঐ রক্তস্রোতে নিস্পৃহতা
তবো অবলোকন করছি রোজ,
নির্বাক হৃদয়ের আত্মকান্না  কিংবা প্রাপ্তির সুখে ভেসে আসা চাঁদনী পূর্ণিমার,রূপ-লাবণ্যে ভরা যৌবনা
অন্তকাল আমি কভু থাকবো না তোমার তরে,
চলে যাবো সময় ফুরিয়ে গেলে
অন্বেষণ করে ভাগ্যের সবটুকু
আনন্দ কিংবা বিরহে  দহনে...

অবনী তোমার তরে,
দিনের বিশ্রামে যখন রাত আসে,
নিশ্চুপ,নিরবতা আমার সাময়িক জীবনে ভর করে
কল্পনা, রংতুলির সে রঙের উপমা
সীমাহীন সমুদ্রের ঢেউ-এ গভীরতা কিংবা বিশালতা
সে এক গন্তব্যের অজানা নীহারিকা
যেনো স্পর্শ করে যায় মননে কৌতূহলী একাকিত্বে..

তোমারই তরে কত অরণ্যে সুসজ্জিত সব ভালোলাগা,নমনীয় দেহ মনে পরিপূর্ণ চক্ষু শিতলা
তোমার তরেই আবার রক্তচক্ষু, দানবীয় ভয়াবহতা
তবো যেমনই থাকো ভালোবাসি তোমায়,
বেসে যাবো অন্তকাল,জীবনের শেষ সময় ধরে...


খিলগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
২৭ শে অক্টোবর ২০২৩