অন্ধকারে ভাসা চোখে আলো জ্বলিয়ে,
সংশয়ের মেঘে বিপ্লব বিস্ফোরণ তুলে
পরিপূর্ণতার ঘরে একাকী অভিশাপে,
আমি কবিতা লিখি, হৃদয়ে সমাহিত সুখে।

জীবনের স্বপ্ন গুলো ছিল অসমাপ্ত,
কতটা জেগেছি নিশিতে অবিরত
প্রতিটি শব্দে কথা বলে আমি মুক্ত, জাগ্রত,
ডানাহীন পাখির উড়ে চলার প্রয়শে
ছায়া ছায়া মেঘের আড়ালে সূর্য কিরণও হাসে
আমার মনে অশ্রু ঢেউ খেলে তবো ক্ষণে ক্ষণে।

নিভৃতে সংশয়ের ছায়ায় আমি পথ চলি গহীন  দিগন্তে
বৃত্তান্ত গুলো হৃদয়ে বন্ধনে মায়ায় জড়িয়ে রাখে
আবেগ থেমে গেলে মাঝে মাঝে নীরবে,
কবিতা লিখি আমি, ভাবনা সঞ্চালিত আমার কল্পনাতে।

পরিপূর্ণতার অভাবে প্রতিস্পর্ধার বাঁধনে,
কবিতার পাখি আমি ঘোরে উড়ানোর সুখে।
শব্দের সৃষ্টি করে আমি জীবনের অবস্থানে,
কবিতা লিখি আমি, আমার পরিপূর্ণতা নেই কোথায়?

২৮ ডিসেম্বর ২০২৩
আর এইচ হোম সেন্টার
গ্রীনরোড, ঢাকা