একবেলার পাতানো সংসারে আমি ছিলাম সংগী তোমার,
সবাই তোমার চোখের বেশ প্রশংসা করতো,
আমি চুপ করে সয়ে যেতাম,ভাবতাম
এ সবে তোয়াক্কা করবে, বয়েই গেছে তোমার!
কিন্তু এ আমার ভূল ধারণা ছিলো
আমার মনের নিখুঁত নিরাশা,
শব্দ গুলো ঠিক গুছিয়ে উঠার আগেই তুমি অন্য পাড়ায় চলে গেলে,
রেখে গেলে আমার জন্য তোমার পুরোনো আসবাবপত্র, যেসবে কেউ হাত দিলে তুমি রিতিমত ঝগড়া শুরু করে দিতে,
এমনকি কত অকথ্য ভাষার খিস্তী শুনিয়ে দিতে,
আমি হা-করে হাবলাদের মতো চেয়ে থাকতাম!

শুনেছি তোমার বড় চাকরি, দরজা খোলে দেয় ড্রাইভার,
বাব্বাহ!
আমি ত রিতিমত এক ঝটকা খেলাম
সামান্য বেতনের চাকরিতে কোনরকমে ধার দেনা শোধ করতেই আমার দিন যায় না,
আবার এই আমি তোমাকে কি করে জানাবো;
তোমাকে ভালোবাসি,খুব পছন্দ করি,
সত্যি বলছি অনেকবার চেষ্টা করেছি,কিন্তু উপায় কি!
আমার তো এত্ত সাহস নেই,এতো বড় পাটা নেই বুকের,
বখাটে কিংবা কোন মাস্তান ও নই,
আমি একান্ত গোপনে ব্যক্তিগত ভাবে ভালোবাসি,
থাক না,
জেনে গেলে তো তুমি জেনেই গেলে;
ভালোবাসা নাকি মনের ভেতর থেকেই হয়,হ্যা আমি তা সেখানেই ধরে রেখে জীবনটা পাড় করে দিতে চাই!

পৃথিবী তে প্রকৃতি চায়তো তুমি আমার হবে জেনে না জেনে ও,
আর না চাইলে জেনেও প্রত্যাখ্যান করবে;
টেবিলে রাখা বহিষ্কৃত কোন ফাইলের মতোই ছিঁড়ে ছুড়ে ফেলে দেবে কোন এক পিয়নের গায়ে,
আমি এ হতে দিবোনা,আমি তোমাকে জানাবো না!
থাকুক তিলেতিলে গড়ে উঠা ভালোবাসা,পবিত্র প্রেম!
ভালো থাকার প্রার্থনায় তুমিই আছো,তুমিই থাকবে;