ঐ চোখে চোখ রাখার পর
আমি ভুলে গেছি পৃথিবীতে আমি কি চেয়েছিলাম!
সযত্নে রাখা হৃদয় দেয়ার পর,
আমি দিক বিদিক ভুলে গিয়েছি,
ভুল পথ ধরে বাড়ি ফিরতে না পেড়ে;
বারাবার তোমার গলিতে ছোটাছুটি করেছি।
মাত্র একটিবার!
হ্যা, ঐ চোখে তুমি আমায় দেখার পর;
নিজেকে খোঁজেছি তোমার মাঝে,
স্থাবর অস্থাবর সব দিয়ে দিয়েছি,
কিছুই অবশিষ্ট রাখিনি যে!
শুধুমাত্র তোমায় দেখার পর;
আমার রাত গুনা,ভাগ্য রেখা
সব কিছু কেমন জানি উলোট পালট হয়ে গেলো
বুঝে নেবার আগেই!
ঐ চোখ দেখার পর;
আমার খাদ্য গুলো অখাদ্য হতে লাগলো,
চাঞ্চল্যতা ঝিমিয়ে গেলো,
অলসতা গুলোও বাসা বাধলো
ভাল্লাগেনা তে এসে!
আমি একলা রাত্রির যাত্রি হলাম,
ভিষন্নতাও আঁকড়ে ধরলো অবশেষে;
একবার থাকিয়ে থাকা ঐ চোখ দেখে!
এমন মায়াবী চোখের মায়া কাটানো
কাটা গাথা অসহ্য যন্ত্রনার চেয়েও দুষ্কর,
এতোটা পাষণ্ড আমি নই!
কিংবা আমার কোমল হৃদয়;
যে জনে মজেছে যার প্রেমে,
তারে কি ভোলানো যায় সহজে;
ঐ চোখে বেচে থাকার নিশ্বাস জানার পরে!