ধর্ম,অর্থ,কাম,মোক্ষ এ সবটাই নর-মানব যে নির্দিষ্টভাবে কোন এক মানবীর জন্য তুলে রাখে যার কোমল পরশে প্রতিনিয়ত ডুবে থাকতে চায়,
কেবল শব্দের অভাবে অনুমান করতে না পারার কিংবা নিশ্চয়তার ভার অসাধ্য ভেবে,
বুকের ভেতর প্রত্যাশার ঘুড়ি উড়িয়ে দিনের পর দিন ঘুরে বেড়ায়,
হারানো সুখ ফিরে পাওয়ার লোভে প্রিয়তমার উল্লাস দেখার সম্ভাবনায়,
যেমন করে আমিও উন্মাদ,অভিপ্রায়,আকুলতা,অরাজকতার প্রলেপ দিয়ে তুলে রাখি তোমায়,
যেন জীবনের পান্ডুলিপিতে অসংখ্যবার তোমায় চেয়েছিলাম এই পৃথিবী জন্মের ও অনেক বছর আগে। আগের জন্মে !
এ যে দমন করা অযৌক্তিক , অঙ্গীকারের খেলাপ ।দন্ডনীয় অপরাধ !