একটা জাহাজ ডেকে তুমি আমায় সংগ করো
একটা পুতুল খেলার আয়োজনে
বন্ধুত্বের নাম দিও
খুচরো পয়সাকড়ি বেধে নিও ঝুলিতে

মেঘ আকাশে মনে মনে নিও জপে
বহুদূর দেখিনা কোন নাবিকের ছবি
ক্লান্তিতে হেসে ফুলের সুভাস মেখে নিও
উত্তাল ঢেউয়ে মরুর পাশে দাঁড়িয়ে ক্ষণিক

শহর আসবে কবে
ভাল্লাগেনা আকাশ দেখতে
একলা তুমি আমি তে!