কিছু সময় হলে দোষগুলো স্বীকার করে নিতাম,
কিছুটা সময় দেবে কি?
কোন বাহানা কিংবা আঁকড়ে রাখার ফন্দিও নয়,
শুধুই স্বীকার যাবো!
কোন ঠিকানায় তুমি ভুল করে উত্তর দিয়েছিলে,
কেমন নামের অংশ দেখনি যে!
আচ করোনি কেমন যাবে সময়কাল
শেষই বা কোথায় কোন শব্দে থামবে,
থমকে যাবে অনেকগুলো যত্নে তুলে রাখা মায়া!
অসহ্য হবে পৃথিবী, বিশ্বস্ততা ও
খুব বেশি দাগ লেগে লেপ্টে রবে হৃদয় ও কলিজা জুড়ে,
সম্পর্ক শব্দটাও যে অপবিত্রতায় মোড় নেবে;
ভাবা হয়নি কারো এমন,ডুবে থাকা জলে
দেখা হয়নি আকাশ মাছের মতো করে!