একদা তাড়িত করতো যে অবাঞ্চিত ভীতি,
গতকাল সাড়া দিয়ে গেল ফের সে অনুভূতি।
কলেজে এক পরীক্ষা হল করতে গেলে পরিদর্শন,
নকলের বস্তানীসমেত ছাত্রীকে করলাম বহিষ্করণ।
কিছুক্ষণের মধ্যেই উপাধ্যক্ষ এলেন মৃদু পায়ে -
ডাকলেন ঈশারায় ঘরের এক কোণে,
বললেন কথা কিছু কানে কানে:
“খাতাটা ফিরিয়ে দাও ছাত্রীকে আমার,
নয়ত ধারালো ছুরি ঢুকবে পেটে তোমার;
সুযোগ আর থাকবে না কভু ফিরতে ভবে,
দেখো - কী সিদ্ধান্ত নেবে এবার ভেবে!”
আরও বললেন,
“কলেজ চালায় না প্রিন্সিপাল,
চলে আমাদের ইচ্ছাধীন,
থাকে সে-যে সদা পরাধীন;
করলে বাড়াবাড়ি,
বিদায় দেই তারে তাড়াতাড়ি,
আবার আনি আরেক জন,
যে চলবে আমাদের মতন।
সুতরাং বুঝতেই পারছো -
কী সিদ্ধান্ত আছে তোমার নেবার,
যদি চাও ফিরতে বাড়ীতে এবার।”
’থ মেরে খানিক্ষণ, হেঁট করে মাথা,
জানালাম অনিচ্ছায় আমার কথা:
“যাচ্ছি আমি চলে অতি সঙ্গোপনে,
খাতাটি দিয়ো তুমিই তারে গোপনে।”
ফিরে যাওয়ার পথে ঘিরে ধরলো ছাত্র ক’জন,
পিচ্চি এক শুধালো সে-যে নেতা একজন।
লম্বু এক এসে বসালো হাত আমার গালে,
বললো - পাউডারটা নিলাম স্যার তুলে।
সহসাই ভেঙ্গে গেলে আমার ঘোর,
করলাম অবলোকন - আলোর ভোর!
(২১/০৬/২০২৩; সকাল ৬টা)
Unexpected Fear
The unexpected fear that used to scare me away,
Returned to haunt me again, yesterday.
When I went to an exam hall of a college to inspect,
I caught a student with a pack of cheating documents.
In a moment, the vice-principal silently appear,
called me to a corner of the room with a gesture,
And he whispered something in my ear:
“Give the exam paper back to the girl,
Or face the sharp knife that soon will hurl;
There will be no guaranty to return home safely,
What should you do think that wisely!”
“The principal does not run the college: he did tell,
it runs with our will,
He remains the one who is always subordinate,
and follows what we dictate.
If he does something against us,
We give him farewell soon thus.
And we bring another one,
Who will act upon our plan.
So you may think once again:
What decision you to make,
If you want to return home this time safe.”
After a while, bowing my head,
I reluctantly said:
“I am leaving, leaving very quietly,
You return the exam paper her secretly.”
On my way back, a group of boys surrounded,
'I'm the leader' - the little one proclaimed.
A tall guy approached and struck on my face gently,
and said - I took the powder off sir, kindly.
Suddenly my eyes perceived the bright,
and I observed - the dawn of light!
(21/06/2023; 6 am)