সবুজ বনানী ঘেরা মনোরম এক কলেজ চত্বর,
দু’জন আমরা, তিনটি প্রাণীর পাহারার তর।
একবার বসি, একবার হাঁটি, আবার তাকাই এদিক-ওদিক,
একঘেয়ে  সময় কী করে যে কাটাই ভাবি তা-ই অধিক।
বাইরে কোলাহলমগ্ন আর ক্রীড়ারত কিশোরদল,
কাঁচের জানালা ফুঁড়ে পূজি আমি দিবস এক ঝলমল।
সদা ঘাপটি মারা প্রকৃতির - এদেশ মাঝে,
উজ্জ্বল দিবস খোঁজা কী কভু কারো সাজে?
তবু ফেলে আসা অতীতের স্মৃতি কেবলই হাতড়াই,
সবুজ-শ্যামলীমা বাংলাকে নিয়ত খুঁজে বেড়াই।

দেখতে না দেখতেই প্রকৃতি আবারও ফিরে,
গোমরামুখী তার চিরায়ত স্বভাবে।
পরক্ষণেই ঝালাপালা করে কান ঘাস-কাটার মেশিন,
দূরের নিনাদও হয়ে যায় যেথা তার মাঝে লীন।

সহসাই কিশোর-কিশোরীদের কলরব হয়ে উঠে জমজমাট
আমরা দু’জন তল্পিতল্পা নিয়ে ছাড়ি আমাদের মাঠ।

(০৯/০৬/২০১৪)

A beautiful college campus surrounded by green plants,
Two of us, guarding three individuals.
Once I sit, once I walk, once I look around again,
I think more about how to pass the boring time.
Outside, a group of teenagers are bustling and playing,
I worship the dazzling light day through the glass windows.
Always wandering around in nature - in this land,
Is it anyone's business to look for a bright day?
Yet I only grope for the memories of the past,
I constantly search for the green-brown beauty of Bengal.

Before I can see it, nature returns again,
in its traditional way,
turning to the side.
In a moment, the ears of the grass-cutting machine are flapping,
Even the distant murmurs become absorbed in it.

Suddenly, the noise of teenagers became loud
and two of us left our field with bag and baggage.

09/06/2014