প্রিয়তম! কী দিয়ে আজ তুষিবো বলো তোমায়,
করলে আবদ্ধ যে করে অপার কৃতজ্ঞতায়!
মুক্ত-স্বাধীন জীবন এক দিয়ে আমায় উপহার,
করলে যন্ত্রণাদগ্ধ মুহূর্তগুলো করুণায় পার!

কাটছে নিশ্চয় তোমার এখন প্রশান্তির দিন,
মুহূর্তেই এক ফুঁড়ে করে চির-রুদ্ধ প্রাণের বীণ!
সখীরা নিশ্চয় রেখেছে আদরে ঘিরে চারপাশ,
সশস্ত্র প্রহরীর প্রযত্নে যেথা তব বদ্ধ-নিবাস!

সুখগুলো তোমার যাচ্ছে কি আমার সাথে মিলে,
চেয়েছিলে যেমনটা তুমি, সুখী আমি যেমন হালে?  
চারপাশে পুষ্পেরা যেথা হাসিমুখে পাহারায় যাচে,
সুশীতল নির্ঝরিণী যেথা সবুজ বনানী তলে নাচে;
সুকণ্ঠী পাখিরা যেথা আনন্দে মাতে আমার স্তূতিগানে,
আকাশের তারারা যেথা ঈশারায় ডাকে তাদের পানে!

প্রিয়তম! অগত্যা কভু যদি হয়ে যায় দেখা,
নির্ভুলে এড়িয়ে যেও আমার ছায়া-রেখা;
জুড়িতে ছিন্ন লতা করো না চেষ্টা কভু অযথা,
নেই যে এমন বিধান কোনো এপারে হেথা!

(৮/৫/২০২৫)

Torn Vine

My darling! How would I please you today -
the way you favoured me with blessings immense!
By gifting me a free and fair life,
ending the painful moments with your kindness!

Indeed, you are now spending days in peace
by stopping the rhythm of my heart in a moment!
Your lovers must now surround you with love,
under the care of armed guards in a locked apartment.

Does your happiness match mine –
the way you wanted, happy as I’m at present?
As the flowers shield me with beaming faces,
the cool stream dances beneath the green trees;
Where the melodic birds sing my praises,
the stars in the sky beckon me to them!

My darling! If we accidentally meet here,
ignore my shadow line, make no mistake;
Do not try to repair the torn vine in vain,
Remember, there is no realm for such sake!

(08/05/2015 AD)