বিজয়ের মালা পড়েছো গলে, হে বাংলা!
রক্তক্ষয়ী ন’মাস সংগ্রামের ফসল তোলে,
শান্ত করেছো অশ্রসিক্ত শিশুর কান্না
বেদনার্ত মায়ের সকরুণ আর্তনাদ
প্রেমিক হারা প্রেমিকার দুঃখানুতাপ;
তারই সাথে স্তব্ধ করেছো
নরপিশাচদের উদগ্র কামনা
ছিনিয়ে এনে সেই রক্তলাল পতাকা।
তোমার মুক্তাঙিনায় তাই উড়ছে সানন্দে
শান্তির বাহক পায়রা আর মুক্ত বলাকা
ছুটছে শ্যামলিমার দিক থেকে দিগন্তে।
পূর্ব দিগন্তে তব নব-সূর্যের হাস্যে
সবুজ প্রকৃতি হয়ে উঠেছে দীপ্ত
রাঙিয়ে দিয়েছো কৃষ্ণচূড়া, শিমুল আর পলাশ
ভুলে গেছি অতীতের স্মৃতিপট আর লাশ!
তোমার বিজয়ের উচ্ছ্বাসে তাই
প্রাণবন্ত নিসর্গ আজ ফুলেল আয়োজনে
তোমার প্রত্যাশা আর প্রতীক্ষার তরে
বৃন্তচ্যুত হতে হলো ত্রিশ লক্ষ মুকুলেরে
তবুও তুমি এসেছো, এটাই আজ গর্ব
তাই তব পদতলে নিবেদিত সকল শ্রদ্ধার্ঘ।
তোমার চেতনা প্রবাহিত হোক মানব ধমনীতে
যুদ্ধ নয়, শান্তি চাই, স্বস্তি চাই কেবল এ ধরণীতে।
[২৬ বত্সর আগে লেখা]