ঘাড় বেঁকে গিয়েছিলো তব জ্ঞানের ভারে
বেফাঁস কথা বলতে তাই তুমি নির্বিকারে।
কেউ ভাবতো, ‘যুক্তি আছে যে তার কথায়’
কেউ ভাবতো, ‘পঁচে গিয়েছে সে নির্দ্বিধায়’।
আমি বলতাম, “বাঁকা পথে হাটলেও এখন
ফিরবে যে সরল পথে একদিন, হে বিচক্ষণ!
তুমিই হবে তখন এর শক্তিমান ঝাণ্ডাবাহক
প্রভুর দেয়া সত্য বাণীর একনিষ্ঠ প্রচারক।
প্রজ্ঞাই তাড়াবে তোমায় একদিন
শোধিতে তব তার প্রদত্ত ঋণ।”
হালে তাই মনে হয় তব লেখনীর গুণে
ভবিষ্যদ্বাণী মোর ফলবে বুঝি এতদিনে।
(১২/০৩/২০২৪ খ্রিঃ; ভোর: ৬টা)
The Weight of knowledge
Your neck got bent with the weight of knowledge
So, you used to talk nonsense with no hesitation.
Some thought, ‘There is logic in his words’.
Others thought, ‘He’s rotten to the core’.
I used to say, “Although you walk on a crooked path now,
will return to the straight path one day, O prudent!
Then, you will be its powerful flag bearer,
A devoted preacher of the truth, given by the Lord.
Wisdom will chase you one day
In repayment, the loan given by that.”
Recently it seems so by the quality of your writing
My predictions seem to be true, these days.