কী হবে করে বিজয়ের এত উল্লাস-আয়োজন,
আজও রচি যদি মানুষে-মানুষে এত বিভাজন?
যদি না পারি করতে এ জাতির কোনো গতি,
যদি না পারি রচতে পরষ্পরে সাম্য-মৈত্রী-প্রীতি,
যদি না পারি ভাঙতে কুশাসনের নাঙ্গা তলোয়ার,
যদি না পারি গুড়াতে পরিবারতন্ত্রের উদ্ধত অহঙ্কার,
যদি না পারি করতে নিশ্চিত সুশাসন-ন্যায়বিচার,
যদি না পারি থামাতে দুর্বলের উপর অত্যাচার।
যদি না পারি আনতে ভোটের ন্যায্য অধিকার
যদি না পারি সৃজিতে পরিবেশ সত্য বলার।
দরিদ্র দিনে-দিনে হয় যদি দরিদ্রতর,
আর ধনী সদা গড়ে সম্পদের বহর।
অযোগ্যরা হয় যদি সমাজের মাথা,
আর যোগ্যরা হয় পদদলিত অযথা।
বিজয় আমরা রচতে যদিও সিদ্ধহস্ত,
কিন্তু তারে রাখতে ধরে নই অভ্যস্ত।
হই যদি অন্ধ আমরা স্বার্থের দ্বন্দ্বে,
আর দোষত্রুটি চাপাই অন্যের স্কন্ধে,
তাহলে আসবে না কভু এ জাতির কল্যাণ,
সকল অর্জন তখন নিমিষেই হবে যে ম্লান।
তারচে বরং স্বজ্ঞানে যদি আপনারে শোধরাই,
বিজয়ের ফসল আসবে ঘরে তবে হামেশাই।
(১৭/১২/২০২৪)
কাব্য গ্রন্থঃ প্রতীতি
What will happen to the celebration of victory,
If we still create so much division among people?
If we cannot make any progress in this nation,
If we cannot create equality-friendship-love for each other,
If we cannot break the naked sword of misrule,
If we cannot crush the arrogant arrogance of the dynasty,
If we cannot ensure good governance-justice,
If we cannot stop the oppression of the weak.
If we cannot bring the fair right to vote
If we cannot create an environment for speaking the truth.
If the poor become poorer day by day,
And the rich always build a fleet of wealth.
If the unworthy become the heads of society,
And the worthy are trampled on unnecessarily.
Although we are skilled in creating victory,
But we are not used to holding it.
If we become blind to the conflict of interests,
And we put the blame on others,
Then the welfare of this nation will not come,
All the achievements will fade away in an instant.
On the contrary, if we correct ourselves with our conscience,
The fruits of victory will always come to our home.
17/12/2024