আমি সেই তারা
যে বিস্তারে তীর্যক দৃষ্টি গগনে
আমি সেই গগন
যে গাড়ে আসন উবু হয়ে মেঘে
আমি সেই মেঘ
যে করে নির্গত জলধারা ভূতলে
আমি সেই ভূতল
যে করে পেষণ জোর-চাপে কীটে
আমি সেই কীট
যে মোচড়ায় দেহ পাখির পদতলে
আমি সেই পাখি
যে করে আর্তরব মেঘের কবলে
আমি সেই মেঘ
যে তুলে প্যাচপেচে আওয়াজ গগনে
আমি সেই গগন
যে মাতে অযথা ঝগড়ায় তারাদের সনে
আমি সেই তারা
যে বিস্তারে তীর্যক দৃষ্টি গগনে।
মূল: জন রাইস
স্কটিশ কবি, গাল্পিক ও আলোকচিত্রী
ভাষান্তরঃ সৈয়দ ইকবাল