মানুষ করলে সীমালঙ্ঘন
কিংবা পাপে মন নিমজ্জন
ধরণী তব তরে করে নিবেদন
শুনে তার সকাতর অভিযোগ
সতর্কিতে মানবেরে পাঠাও দুর্যোগ।
আগুন, পানি, বাতাস, মাটি
যা দিয়ে হয় সৃজন আর কল্যাণ,
তা দিয়ে ঘটাও কেন প্রভু অকল্যাণ!
শক্তিমত্তায় মানুষ যেথা দুর্বল,
পারে কীকরে হতে পরীক্ষায় সফল!
জানি আমি - বন্যা, খরা আর তুফানের তাণ্ডব;
যেথা হাঁকে পশু, পাখি আর মানুষের আর্ত-রব।
তুমি না বাড়ালে প্রভু করুণার হাত,
পারবো না সইতে এমন অভিসম্পাৎ।
নিঃশর্তে পাপ আমাদের করো মোচন,
তব করুণার দ্বার করে তবে উন্মোচন।
উদ্ধারো আমাদেরে এমন বিপদ হতে,
জাগাও মনে ভাব, তোমায় না ভুলতে।
(১৯/০৬/২০২২)