কেবলই ভাবি, ফিরে যাবো আমি,
ফিরেই যাবো একদিন আমি,
পিছু ডাকে যে প্রিয় জন্মভূমি।
যে মাটিতে আমার মা-বাবা ঘুমে,
চৌদ্দ-পুরুষ আমার যে মাটি চুমে,
যেথা লালিত আমার জীবনের পয়ঁত্রিশটি বছর,
যেথা ছিল আমার উচুঁ-শিরের নন্দিত আসর,
যার সাথে চলে না তুলনা পৃথিবীর তাবৎ সবুজের,
যার সাথে হয় না তুলনা প্রশস্ত-হৃদ মানুষের।

কিসের ভয়ে, কিসের টানে -
দেশ থেকে আজ আমি দেশান্তর?
কেবলই পিছু ডাকে স্মৃতির উদার প্রান্তর।

দস্যুরা যতই লুটুক বাংলার ধন,
ভ্রষ্টেরা যতই করুক কালিমা লেপন;
তবুও সে আমার মাতৃভূমি-মায়ের আঁচল,
লুকায় যেথা সকল দুঃখ-কষ্টের জল।

মা কখনও-সখনও ক্ষেপে উঠতেই পারে
তাই বলে,
মায়ের দোষকে কি অপরাধ বলা যায়,
নাকি মাকে অপরাধী?
নাহ! কেনো হবো তাতে বিবাদী?

অধরে রাখিয়া হাত, নয়নে রাখিয়া পাত,
প্রতিজ্ঞায় হইলাম অবিচল;
ফিরে যাবো আমি, ফিরেই যাবো আমি,
উতারি সকল বাধার ছল।

আর এ পরবাস হতে
না পারলে ফিরে যেতে,
কী-করে হবে প্রমাণ;
"হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান?"

জানি!
দিনে দিনে ডালপালা আমার বেড়েছে অনেক,
বেড়েছে হেথা মনের ঋণও,
সেথা ফেরার আশা বুঝিবা ক্ষীণ;
তাই বলে হবো কেনো মনোবলহীন,
প্রেম-ভরা হৃদ রয়েছে যেহেতু গভীর-গহীন।

নাইবা যদি পারি ফিরে যেতে,
জীবনে বা মরণে;
আমার আত্মার শিকড় তাই পুঁতে রাখলাম,
প্রিয়তমা বাংলার কোমল জমীনে।

..........................................
বিঃদ্রঃ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান= স্বদেশকে ভালোবাসা ধর্ম-বিশ্বাসের অংশ।