বন্ধু! আর কতো থাকবে তুমি অসত্যের তিমিরে নিষুপ্ত
মিথ্যাচারের বিষ আর কতো মন ও মগজে করবে বিস্তৃত
শয়তানের ধোঁকা-ফেরেবে আর কতো নিজেকে রাখবে নিমজ্জিত
নিজ-দল ভারী করার পাঁয়তারায় আর কতো কাগজ-কলমের হবে অন্ত?
আর কতো পুরুষকে করবে অসৎ দুর্বিনীত
নারীকে করবে নিলাজ-উন্মুক্ত
রাষ্ট্রকে করবে শয়তানের দাসত্বে পদানত?
স্বরচিত মতবাদ ছড়িয়ে আর কতো জাতিকে করবে বিভক্ত
শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় মানবতাকে করবে আর কতো খন্ডিত
শান্ত পৃথিবীকে করে তুলবে আর কতো অশান্ত?
ফিরে এসো বন্ধু!
ফিরে এসো সত্যের আদি কাফেলায়
যেখান থেকে ছিটকে পড়েছিলে তুমি
অসৎ সঙ্গী কিংবা দুষ্ট সমাজের প্ররোচনায়।
ফিরে এসো তুমি লরেন বুথ’এর মতো
ফিরে এসো ইভন রিডলী’র মতো
ফিরে এসো মুহাম্মদ আলী ক্লে’র মতো
ফিরে এসো বিল্লাল ফিলিপ’এর মতো
ফিরে এসো হামজা ইউসুফ হান্সন’এর মতো
ফিরে এসো মারমাডিউক পিক্টহল’এর মতো
ফিরে এসো সেরাহ্ জোসেফ’এর মতো
ফিরে এসো টিমোথি উইন্টার’এর মতো
ফিরে এসো উইলিয়াম আব্দুল্লাহ কুইলিয়াম’এর মতো
ফিরে এসো হুসেইন ই’এর মতো
ফিরে এসো কাট স্টিভেন’এর মতো
ফিরে এসো চার্লস ঈটন’এর মতো
ফিরে এসো স্যার আর্চিবল্ড হ্যামিংটন’এর মতো
ফিরে এসো মালকাম এক্স’এর মতো-
এরাও ছিলো একদিন ভ্রান্ত পথের পথিক
তুমিতো জানো!
কি করে ফিরলো এরা উজ্জ্বল আলোর দিক।
ফিরে এসো তুমি, তোমার আদি ঠিকানায়
যেথা বিদ্যমান তোমার আত্মার জাত ও সিফাৎ
ডালপালা আর পত্র-পুষ্পে যতই স্ফীত-বর্ধিত তুমি
শিকড়- সে যে একটাই ‘ফিতরাত’।
ফিরে এসে তুমিও, আপনাকে করো সত্যের কাছে সমর্পণ
খুঁজিতে শান্তি, সেবিতে মানবতা, লভিতে আল্লাহ্ নিরঞ্জন!