জ্ঞান-গরিমা, চিন্তা-চেতনায়
আমরা এনেছি প্রগতি অতি,
মানব রচিত গ্রন্থে খুঁজি তাই
সত্য জ্ঞানের জ্যোতি,
ঐশী গ্রন্থের পাতায় পাতায় ধরি
আমরা শত-সহস্র ভুল-ত্রুটি,
বিশ্বাসের দ্বারে হানতে আঘাত
ছড়াই নিয়ত অবিশ্বাসের মোতি|
বিজ্ঞানের মিথ্যা ব্যাখ্যায় করি অসার
ঐশী গ্রন্থের অপার জ্ঞান,
জাগিয়ে তুলি উচ্ছ্বল তরুণ
ভাঙাতে স্রষ্টাপ্রেমিকের ধ্যান |
যুগে যুগে আমরা ফিরি
তাদেরই রক্তধারা বয়ে,
আদ, সামুদ, কাওমু লূত
আর ফিরআউনের বংশধর হয়ে|
ইতিহাস হতে আমাদের নাম
মুছে নাই, মুছবে না কোনো কালে,
ঈশ্বর নয়, নয় তার পূজারী কোনো
আমাদের স্থানই হবে চিরকালে|
মানবতার ধ্বংস ঘটাতে
আমরা দারুণ তালেবর,
তাই হাঁটি সদা ধূর্তপদে,
রচিতে জনপদ ভয়ঙ্কর|
একদিন যদি সবাই অবিশ্বাসী হয়,
সার্থক হবে কর্ম আমাদের সেদিন নিশ্চয়!