“তুমি শতবর্ষী হও,
হও তারকার ন্যায় উজ্জ্বল
জ্বলো, জ্বলজ্বল করে
উদার আকাশের তল;
তব আলোর বিচ্ছুরিত কণায়
আঁধার হোক আলোময়
গৃহিতেরা সে আলোক-প্রভা,
ছড়াক গোটা বিশ্বময়”।

(২৪/১১/২০১৪)