জানতাম আমি আয়না বিবি কভু
বলে না মিথ্যে কথা;
অথচ আজকাল মনে হয়
এ ধারণা অমূলক, অযথা।
বাড়ীর আয়না বিবি বলে,
'তুমি আজও তাগড়া তরুণ';
কিন্তু অফিসের আয়না বিবি বলে,
'বুড়িয়ে গিয়েছ তুমি দারুণ'!
কারটা সঠিক, কারটা ভুল,
ভেবে ভেবে হই যে ব্যাকুল।
তবু অজান্তেই ফিরি বারবার
আয়না বিবিদের সমুখে;
আর শুনি দুই ভিন্ন কথা
দুই আয়না বিবির মুখে!
ইতি দিয়ে তাই ওসব ভাবনায়
বুঝাই আপনায়, 'আমি যা তা-ই;
একদিন ফুরালে হেন জীবন
এ হিসেব যাবে যে বৃথাই'।
(০২/০৩/২০২৪; সকালঃ ৫টা ৪৫মিঃ)