জানতাম আমি আয়না বিবি কভু
                    বলে না মিথ্যে কথা;
অথচ আজকাল মনে হয়
                    এ ধারণা অমূলক, অযথা।
বাড়ীর আয়না বিবি বলে,
                    'তুমি আজও তাগড়া তরুণ';
কিন্তু অফিসের আয়না বিবি বলে,
                     'বুড়িয়ে গিয়েছ তুমি দারুণ'!

কারটা সঠিক, কারটা ভুল,
                     ভেবে ভেবে হই যে ব্যাকুল।
তবু অজান্তেই ফিরি বারবার
                     আয়না বিবিদের সমুখে;
আর শুনি দুই ভিন্ন কথা
                     দুই আয়না বিবির মুখে!

ইতি দিয়ে তাই ওসব ভাবনায়
                     বুঝাই আপনায়, 'আমি যা তা-ই;
একদিন ফুরালে হেন জীবন
                     এ হিসেব যাবে যে বৃথাই'।

(০২/০৩/২০২৪; সকালঃ ৫টা ৪৫মিঃ)

I knew that it is a mirror
who never tell lies;
but nowadays this idea seems
to be baseless and unnecessary.
The mirror at home says,
'You are still young';
But the mirror at the office says,
'You are old, you are great'!

Who is right and who is wrong,
I am anxiously thinking about it.
Yet, unknowingly, I return again and again
to the mirror;
And I hear two different things
from the mouths of the two maiden mirrors!
So, in those thoughts,
I explain to myself, 'I am what I am;
One day, life will be over
and it will be considered in vain'.

(02/03/2024; 5:45 am)