[উৎসর্গঃ রাস্তায় ছুঁড়ে ফেলা সপ্রাণ নবজাতককে; গাড়ির তলায় পিষ্ট যার পরিণতি]
আমরা অন্ধ, চোখ বন্ধ
ছুটেছি পাগলা ঘোড়ার পিঠে
নৈতিকতা বিবর্জিত, মূল্যবোধ রহিত
উন্মত্ত সংস্কৃতি যেথা জুটে।
দৃষ্টি কভু নয় অবনত
রয় সদা সর্বত্র উর্ধ্বমুখী
প্রাচ্য ছেড়ে প্রতীচ্যের সাথে
পাল্লা দিয়ে হতে সুখী।
কতোই না সুখ বাধা-বন্ধনহীন
উন্মুক্ত মেলামেশার উত্তরাধুনিকতার জীবনে
প্রাচীন বিশ্বাসে দিয়ে ইতি-
‘মহান লভে অমরতা মরণে’।
তাইতো আমরা সজ্ঞানে হয়েছি
অন্যায়ের অন্ধ পথে আগুয়ান
কে পারে রোধিতে আমাদের
তপ্ত যৌবনের উষ্ণ বান?
(০৭/০৭/২০১৪)