স্বাধীনতা!
তুমি টেবিলের ’পর গুচ্ছ গুচ্ছ তাজাফুলের বাহার
তুমি অসংকোচে দম্ভ প্রকাশের সুউচ্চ চেয়ার
তুমি ঝলমলে রঙিন কাপড়ে সাজানো মঞ্চ
দালাল-চাটুকার-ভণ্ড নেতার ভাষণ-প্রপঞ্চ
তুমি নূতন নূতন অভিধাযুক্ত অযোগ্যের বাখান
মিথ্যা প্রতিশ্রুতির তুমি অহেতুক বাক্যবাণ।

স্বাধীনতা!
শহরে শহরে তুমি চোখ-ধাঁধানো আলোক-প্রভা
ব্যক্তিপূজা আর পদক প্রদানের রমরমা সভা
তুমি গরীবের ব্যাংক-ঋণের বেসামাল বোঝা
ঋণমুক্ত না হলে মৃত্যুর পথ করো না সোজা।

স্বাধীনতা!
তুমি শেয়ার বাজারে অভাগার কপাল ঠুকে মরা
গোল্লায় গেলে দেশ যাক, পুঁজিপতির হোক পকেট ভরা
তুমি চুক্তি-বিবৃতি আর দেশ-উদ্ধারে বাহারী সব চমক
গুরুদেশের স্বার্থ এড়ালে তেড়ে আসে রাগতঃ ধমক।

স্বাধীনতা!
তুমি রেষারেষি আর ঘেষাঘেষির বিজয় উল্লাস
রাজনীতির যাঁতাকলে বেকুব-জনতার নাভিঃশ্বাস
তুমি নাম কাটাকাটি আর ফাটাফাটির উন্মত্ত উৎসব
জনতা মারো উপোস সাজিয়ে ক্ষমতাসীনের ভব।