ভালবাসো
তুমি বলো, তুমি বৃষ্টি ভালবাসো,
অথচ বৃষ্টি আসলেই তুমি ছাতা ধরে হাঁটো।
তুমি বলো, তুমি রোদ ভালবাসো,
অথচ রোদ উঠলেই তুমি ছায়ায় আশ্রয় খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালবাসো,
অথচ বাতাস আসলেই তুমি জানালা বন্ধ করো।
সুতরাং এজন্যেই হই আমি ভীত,
যখন তুমি বলো, তুমি আমায় ভালবাসো!
মূলঃ বব মার্লি (১৯৪৫-১৯৮১)
জামেইকান গীতিকার, গায়ক, গীটারবাদক ও অভিনেতা।
ভাষান্তরঃ সৈয়দ ইকবাল।