অগত্যা অজ্ঞাত কবির এক হলো আবির্ভাব,
জমাতে চাইলেন আমার সঙ্গে কিঞ্চিৎ ভাব।
শুধাতে চাইলেন তার প্রিয় কবিতার একটি,
বললাম, শুধান! প্রস্তুত কবিতার এ লোকটি।
শুনলাম যদিও তাঁর পুরো কবিতা মন ভরে,
তবুও পারলাম না রাখতে তা স্মৃতিতে ধরে।
শুধু মনে পড়ে কবিতার ইতি যা বলে,
"সূর্য শুকায় এখন গোমতী'র জলে!"
কবিতার লোক হয়েও বুঝলাম না শেষ ছত্তর,
পাঠক! কেউ বুঝলে জানাবেন কি এর উত্তর?
*গোমতী = কুমিল্লা জেলার একটি নদী
(২৩ আগস্ট ২০১৮)
Last Verse
Suddenly an unknown poet appeared before me,
who wanted to make a slight relationship with me.
Then wanted me to listen one of his favourite poems,
I said, okay! The man of poetry is ready to listen.
Although I heard his whole poem with full of heart,
I could not keep it in my memory at last.
Just remembered, what the ending verse utters,
“The sun is drying up now in the Gomti’s water”
Being a poet, I didn't understand the last verse’s hood,
Readers! Will you let me know if you understood?
*Gomti = a river in Comilla district, Bangladesh
(23 August 2018)