(অনুজ প্রতীম ব্যারিস্টার সুমনকে)


আমার মাটির পোলা রে তুই
                   দেখালি নানান ভেল্কী-খেল,
তোর আওয়াজে জ্বলছে গাত্র
                   কাঁপছে ভ্রষ্টের বক্র দেল।
হাটে যদি দেস ভেঙে হাঁড়ি
                   পড়বেই তো বেটারা ফাঁপরে,
তাইত ভয়ে গুনছে প্রমাদ  
                    ভাগবে কিনা বিনা-কাপড়ে।
দেশ সমাজ আর পরিবেশ
                    এমনই যদি নষ্ট হয়,
কে জাগাবে সুপ্ত বিবেক
                    কেমনে হবে ন্যায়ের জয়?

আমারও ছিল সত্য বলার
                    তপ্ত রোধির শক্ত বল,
অস্ত্র উঁচিয়ে ভয় দেখাত
                     নষ্ট ভ্রষ্ট দুষ্টের দল।
পারত যারা শক্তি যোগাতে
                     তারাই যখন ভেঙে পড়ে,
দেখে তা স্বজনরা আমায়
                     দেয় প্রবাসে পাচার করে।

আমি এখন একলা ঘরে
                      লম্ফ দিই যে হা-হুতাশে,
কেউ শুনে না আমার আওয়াজ
                      যায় মিলিয়ে তা বাতাসে!

(ইংল্যাণ্ড; ৫ই জুন ২০২৪, বিকাল ৫টা)