আমি এখন -৬৬° সেলসিয়াস তাপমাত্রায়
ভূপৃষ্ঠের ৩৯,০০০ ফুট উর্ধে
আমার নীচে স্পষ্ট দেখছি
বালিয়াড়ির স্তরের মতো মেঘের স্তর।
আমার ‘জন্মভূমি মা’
এমন কি মাটির পৃথিবী
এখন আমার দৃষ্টির আড়াল;
শুধু আড়াল নেই ‘স্বজনদের বিদায়াশ্রু’!
কিন্তু,
তারপরও আমাকে ভুলে যেতে হবে
অশ্রুসজল মুহূর্তগুলো!

যখন মাটিতে পা রাখবো
তখন দেখবো অচেনা নগরী এক;
যা অনেকের কাছে ‘স্বপ্নপূরী’  
অথচ শুধু নয় আমার কাছেই।
তথাপিও জীবনের নোঙ্গর করতে হবে
এ অচেনা নগরীতে - আমাকে!
কেননা,
আমার অস্তিত্বের সবটুকুন দখল করে নিয়েছে
এ মাটির অভিবাসী রমণী এক;
যার সমস্ত অনুভবে হবে আমার নবাবাস!

[১৪ই ফেব্রুয়ারী ২০০১; স্থানীয় সময়ঃ সকাল ১০:৫২ মিঃ]

In the dazzling sky of Vienna

I'm now in -66° Celsius temperatures
39,000 feet up above the land
I obviously see beneath me
the layer of clouds like dune;
but my motherland and
even the earth of soil
keep out of my viewing!
yet the leaving-tears of my 'kith and kin'
not only conceal!
even then, I have to forget
the tearful moments too!

When I shall place my feet on the land
I'll see an unknown town,
which is the 'dreamland' for many
but not only for me!
anyhow, I have to anchor my life
on the unknow ground;
since all parts of my existence
occupied by a lady
inhabitant of that land,
in all her feelings
I will have to place my new habitat!

(14th February 2001; Local time: 10:52 am)