টগবগে তরুণ এক উচ্চাসনে ভূষিত
চারপাশে সুহৃদজন সুনামে মোহিত
মাথাভর্তি চুল আর চেহারা অমলিন
দৃষ্টি প্রখর যেথা সবই লাগে রঙিন

যখন ছাড়ি আমি, আমার জন্মভূমি।


অশীতিপর বৃদ্ধ এক চলৎশক্তি-রহিত
পুরনো ভাষায় ঠেকে যারে অপরিচিত
টেকো মাথা, শ্মশ্রুভরা মুখ, দৃষ্টি অস্পষ্ট
গুণকীর্তনেরও নেই কেউ আর অবশিষ্ট
শিশুরা হেসে হেসে জিজ্ঞাসে অবশেষে,
"কে-গো তুমি, কোত্থেকে এলে আমাদের দেশে?"

যখন ফিরি আমি, আপন জন্মভূমি।

(২৫/০৭/২০১২)