ফিরিয়ে দাও আমার বৃন্দাবন*
ফিরিয়ে দাও আমার দর্শনের পাঠদান।
ফিরিয়ে দাও উচ্ছল তারুণ্যের কলকাকলি,
শ্রেণীকক্ষ কিংবা আমার বাসকক্ষ-ভর্তি।
ফিরিয়ে দাও কর্মজীবনের নন্দিত সব আসন,
ছাত্রছাত্রী আর সহকর্মীদের ভালোবাসার বসন।
ফিরিয়ে দাও আমার সেই দৃঢ় বিশ্বাস,
করতে তারুণ্যের সোনালী স্বপ্নের চাষ।
ফিরিয়ে দাও অন্যায় প্রতিরোধের শক্ত মনোবল,
ফিরিয়ে দাও ধেয়ে আসা সেই শঙ্কার ধকল।
ফিরিয়ে দাও চাঁনভাঙ্গা-হবিগঞ্জের মাটি,
যৌবন আমার হয়েছিলো যেথা পরিপাটি।
ফিরিয়ে দাও স্বজন আর স্বদেশীদের মায়া,
পথচলায় যোগাত যে স্নেহময়ী ছায়া।
ফিরিয়ে দাও আমার সোনাঝরা অতীত,
পক্ষের স্তুতি আর বিপক্ষের নিন্দা-গীত।
এর একটিও পাবো না ফিরে আর জানি!
স্বেচ্ছায় ছেড়ে তাদের করেছি যে অপমানী!
যতটা না ছিল তাতে আমার হাত,
তার চেয়েও ছিল বেশী স্বজনদের আঁতাত;
দুষ্কৃতকারীদের অনিষ্ট থেকে বাঁচাবার আশে,
পাচার করলো আমায় তাঁরা দূর পরবাসে।
ভালো থেকো আমার বৃন্দাবন,
ভালো থেকো বিভাগ আমার দর্শন।
ভালো থেকো ভূত-ভবিষ্যৎ প্রজন্ম,
ভালো থেকো শুভাকাঙ্ক্ষী আজন্ম।
ভালো থেকো চাঁনভাঙ্গা-হবিগঞ্জের মাটি,
প্রার্থনা অমলিন আজ মমতা যেহেতু খাঁটি।
ফুটে উঠেছিলাম আমি যে মাটি চুমে,
দিও স্থান আমায় সেথা শেষ ঘুমে।
মা-বাবা-বোন আমার যে মাটির ঘরে,
সে মাটি করো মঞ্জুর আমারই তরে।
* বৃন্দাবন = বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ।
(১৭/০৭/২০২০; সকাল ৫টা ১৫মিঃ)
Give me back
Give me back my Brindaban*
Give back my teaching of philosophy.
Give back the chatter of exuberant youth,
full of my classrooms or my living room.
Give back all the precious seats of career,
the attire of love of my students and colleagues.
Give back my firm belief,
Cultivating the golden dreams of youth.
Bring back the strong spirit of resistance to injustice,
Give back the shock of fear that rushed towards me.
Give back the soil of Chanbhanga-Habiganj,
where my youth was being tidy.
Return the love of relatives and compatriots,
The loving shadow that accompanied the journey.
Give me back my golden past,
The praise of the side and the criticism of the opposite.
Won't get any of it back that I know!
Shame that they've voluntarily left!
My hand was not in it really,
rather was the plot of close relatives;
hoping of saving from the evil of miscreants,
They smuggled me away.
Stay well my Brindaban,
Stay well my department of philosophy.
Stay well the past and future generations,
Stay well my well-wishers forever.
Stay well the soil of Chanbhanga-Habiganj,
Prayer is pure today as the love is real
I rose from the ground that I kissed,
Give me a space there for my final sleep
where my parents and sister sleep in clay room,
may grant that soil to me.
* Brindaban = Brindaban Government College, Habiganj.
(17/07/2020; 5:15 am)